লক ডাউন কেনাকাটা

সারাদেশে দ্বিতীয়বারের মতো লকডাউন।কিন্তু প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে লকডাউন টি মেনে নিতে পারছে না বাংলাদেশের জনগণ। কারণ দ্বিতীয়বারের লকডাউন টা ঈদের আগ মুহূর্ত । তাই অনেকেই মার্কেটে কেনাকাটা করার ইচ্ছা থাকলেও করতে পারছেন না । গতকাল থেকে 144 ধারা জারি করা হয়েছে সকল মার্কেটগুলোতে ,তাই এই ঈদে যারা শশুর, তারা বেঁচে গেছেন, ঈদ উপহার দেওয়া থেকে ।যারা জামাই, তারা বেঁচে গেছেন শ্বশুরবাড়ি মিষ্টি নিয়ে যাওয়া থেকে । অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করলে এটি অনেক সাশ্রয়ী একটি উপায়। তাই আসুন লকডাউন এ ঘরে বসে থাকি, নিজে বাঁচি, অন্যকে বাঁচায় ।সেইসাথে অর্থনীতি বাচাই । রাজশাহীসহ রাজশাহীর আশেপাশে সব শহরগুলোতে 144 ধারা জারি করা হয়েছে। প্রত্যেকটি মার্কেট, ছোট বাজার, এবং বিভিন্ন মল,সমূহ বন্ধের ঘোষণা করা হয়েছে। তাই মার্কেট করার চিন্তা বাদ দিয়ে ঘরে বসে থাকুন। লকডাউন এ কেনাকাটা থেকে দূরে থাকুন।



                                                 জনস্বার্থে

                                                   ৩৩৩
লক ডাউন কেনাকাটা লক ডাউন কেনাকাটা Reviewed by Sohel Rana on May 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.